বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

কমলো আমানতের সুদ হার

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ এক মাসের ব্যবধানে আবারও মেয়াদি আমানতের সুদ হার কমালো রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি কমায় এবং বিনিয়োগের সুযোগ কম থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩১শে জানুয়ারি রাষ্ট্র মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একযোগে সব ধরনের আমানতের সুদ হার সর্বোচ্চ ৮ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করে। সেসময় ব্যাংকগুলো ঋণের সুদ হারও কমায়। ১লা ফেব্রুয়ারি থেকে ব্যাংকগুলো মেয়াদি ঋণের সুদ হার সর্বোচ্চ ১৪ শতাংশ নির্ধারণ করে। মার্চ মাসে এসে ব্যাংকগুলো আবারও মেয়াদি আমানতের সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত কমিয়েছে; যা ৩রা মার্চ থেকে কার্যকর করেছে তারা। এখন মেয়াদি আমানতে আমানতকারীরা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ ৬ দশমিক ৫০ শতাংশ সুদ পাবেন। এবার আমানতের সুদ হার কমানো হলেও ঋণের সুদ হার অপরিবর্তিতই রেখেছে ব্যাংকগুলো। ব্যাংকগুলো সমপ্রতি আলাদাভাবে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে তারা শাখা কার্যালয়গুলোকে জানিয়ে দিয়েছে। মেয়াদি আমানতের সুদ হার কমানোর বিষয়ে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমানতের সুদ হার কমানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজারের সঙ্গে খাপ খাওয়ানো। সমপ্রতি মূল্যস্ফীতি কমেছে। আমরা (ব্যাংকগুলো) ঋণের সুদ হারও কমিয়েছি। যে কারণে আমানতের সুদ হার কমানো হলো। বিনিয়োগের সুযোগও বর্তমানে কম জানিয়ে তিনি বলেন, উচ্চ হারে আমানত নিয়ে তা অলস বসিয়ে রাখা ব্যাংকের পক্ষে সম্ভব না। আমানতের সুদ হার কমানোর এটিও একটি কারণ। নতুন সুদ হার অনুযায়ী ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম, এমন আমানতের বেলায় সুদ হার ১ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ১লা ফেব্রুয়ারি থেকে এ ধরনের আমানতে ব্যাংকগুলো ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দিয়ে আসছিল; যা মার্চে এসে কমিয়ে ৫ দশমিক ৫০ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত নির্ধারণ করেছে তারা। ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতের সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ থেকে ৬ দশমিক ২৫ শতাংশ পযর্ন্ত নির্ধারণ করা হয়েছে এসব আমানতের সুদ। আর এক বছর বা তার বেশি কিন্তু সর্বোচ্চ ৩ বছর মেয়াদি আমানতে সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ কমিয়ে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকগুলো। এছাড়া কয়েকটি ব্যাংক স্বল্প মেয়াদি বড় আমানত (২৫ কোটি থেকে বেশি) এর সুদ হার ১ শতাংশ কমিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন