শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শ্যামপুরে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে গতকাল শনিবার একটি লোহা গলানোর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এরা হলেন, বিল্লাল হোসেন (২৫), এনামুল ইসলাম (২৮), মিজানুর রহমান (২৯), মজিবুর রহমান (২৭) ও রুবেল (২৬)। তাদেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিজানুরের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল ৪টার দিকে কদমতলী শিল্প এলাকার বালুর মাঠ সংলগ্ন ৬ নম্বর রোডের ৮ নম্বর প্লটের লোহা গলানোর কারখানা হালিম মল্ডিং ওয়ার্কশপে হঠাৎ বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা কাজ করার সময় সেখানের হাইড্রোলিক অয়েল সিলিন্ডার অতিরিক্ত গরম হলে বিস্ফোরণ ঘটে। এতে বিল্লাল, রুবেল, মিজান এবং এনামুলের গায়ে আগুন ধরে যায়। মেশিনের টুকরো মাথায় লেগে গুরুতর আহত হন মজিবুর নামের অপরজন। বিস্ফোরণকালে বিকট শব্দ হয়। একইসাথে দুমড়ে-মুচড়ে যায় টিনসেড ভবনের ওই কারখানা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর পোস্তগোলা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে তারা যাবার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। ফায়ার কর্মীরা আহতদের একজনকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, বিল্লাল হোসেনের শরীরের ৪০ শতাংশ, রুবেলের ৯ শতাংশ, এনামুলের ৪০ শতাংশ ও মিজানুর রহমানের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। কদমতলী থানার পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন