ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে মসজিদগুলোকে সরকারের পুনঃনজরদারির অপচেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা ইসলামবিদ্বেষী নাস্তিক মুরতাদ চক্র বারবার মুসলমানদের পবিত্র ঘর মসজিদকে টার্গেটে পরিণত করছে। মসজিদগুলোকে তাদের টার্গেটে পরিণত করে শ্রদ্ধেয় ইমাম খতিবগণকে কব্জায় নিতে চায়। মসজিদে সহীহ ইসলামের কথা বয়ান রুখতে চায়। মসজিদে মসজিদে আতঙ্ক ছড়িয়ে মানুষকে নামাজ বিমুখ করে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চ্য়া। তাদের সেই খায়েশ পুরণ করতে দেয়া হবে না। মসজিদে আল্লাহর দীনের কথা প্রচার হবে, বয়ান হবে, চর্চা হবে। কেউ রুখতে পারবে না।
ইসলামী আন্দোলন ঢাকা জেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেন বন্যার্ত মানুষগুলো পুনর্বাসিত না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, মানুষ মানুষের জন্য। এ স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের প্রতি সকলের সহানুভুতি বজায় রাখতে হবে। তারা বলেন, সরকার দলীয় লোকজন ত্রাণ নিয়েও রাজনীতি করছে। ত্রাণ নিয়ে রাজনীতি নয়। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ঋণ মওকুফ করারও আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন