শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে - ওবায়দুল কাদের

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪০ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০১৭

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়াই বিএনপি আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সোমবার বেলা ১১টার দিকে তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

কাদের বলেন, সহায়ক সরকার বিএনপির মামা বাড়ির আবদার। বেহাল রাস্তার চেয়েও তাদের অবস্থা বেহাল। সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে।
মন্ত্রী বলেন, আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই বিএনপির। জনগন তাদের সঙ্গে নেই। দুই-চার-পাঁচশ’ লোক নিয়েই তারা ঢাকা শহরে মিছিল করতে পারছে না। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২০ এএম says : 0
মন্ত্রী বাহাদুর খুবই দাম্ভিকতার সাথে কথা গুলো বলেছেন তবে সত্য বলেছেন। বিএনপি পাকিস্তানী দল জামাতের দোষর তাই জনগণ প্রকাশ্যে তাদের পাঁশে নেই এটাই সত্য। কিন্তু আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগ যেভাবে দেশে সন্ত্রাস কায়েম করে চাদাবাজি করছে সাথে সাথে দলের নেতারা প্রশাসনের সাথে মিলে মিশে যেভাবে সরকারি টাকা নিজের পকেটে ভরছে সেটা জনগণ দেখছে তাই সামনের নির্বাচনে নীরব ভোটের মধ্যদিয়ে যদি দেশের শত্রু পাকিস্তিনি দল জামাত-বিএনপি ক্ষমতায় এসে যায় এটাই ভয়ের কারন হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী কাদের সাহেব এযাবৎ যত বড় বড় কথা বলেছেন কিন্তু তার কোন একটাও তিনি রূপায়িত করতে পারেন নি; না পেরেছেন তার নিজ মন্ত্রণালয়ে না পেরেছেন রাজনীতির মাঠে। তাই আমি উনাকে অনুরোধ করছি আপনি আর মিডিয়াতে নিজের চেহারা না দেখিয়ে এবং মিথ্যা বলা বন্ধ করে কাজ করেন তাহলেই ক্ষমতায় যেতে পারবেন নয়ত আবার জনগণ মিথ্যা বলার শাস্তি ভোটের মাধ্যমে দিয়ে দিবে এটাই সত্য। আল্লাহ্‌ সবই জানেন এবং সবই বুঝেন কিন্তু কিছুই করেন না আমাদের উপরই সব কিছু ছেড়ে দিয়েছেন এটাই সত্য। আমীন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন