শেখ হাসিনার বৈধ সরকারকে উচ্ছেদ করাই বিএনপির এজেন্ডা বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়। বিএনপির এজেন্ডা হলো যে কোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক
সরকারকে উচ্ছেদ করা।
এ চক্রান্ত সফল হবে না। বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।
তিনি বলেন, কোনো প্রস্তাব ও রূপরেখা ছাড়া খালেদা জিয়া এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে শোরগোল করছে সেটাই চক্রান্তমূলক।
সুষ্টু নির্বাচন হলে কে সাগরে ভেসে যাবে আর কে ডাঙ্গায় থাকবে সেটার ভবিষ্যৎ বাণী কেবল মাত্র জনগন করতে পারে। কোন রাজনৈতিক নেতাকর্মী এ ধরনের কথা বলতে পারেন না। এটা দায়িত্ব জ্ঞানহীন উক্তি।
এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ জাসদের দলীয় নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন