বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থ পাচারের অভিযোগে মামলায় রিজাল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোষ দেগুইতোর বিচার শুরু হচ্ছে।
ফিলিপাইনের সংবাদ মাধ্যম ইনকোয়েরার এ তথ্য নিশ্চিত করেছে। টেলিফোনে ইনকোয়েরারকে মায়া জানান, রিজার্ভ চুরি ঘটনায় আটটি মামলায় তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মানি লন্ডারিংয়ের ঘটনায় ব্যাংকের আরো কর্মকর্তা জড়িত থাকা সত্বেও শুধু তাকেই ডাকা হয়েছে বলেও জানান মায়া। এর আগে দেশটির সিনেটের তদন্তের প্রেক্ষিতে মায়া দাবি করেন, রির্জাভ চুরি ঘটনায় লেনদেন প্রক্রিয়া সহজ করার জন্য তিনি শুধু উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছেন। এদিকে জব্দ হওয়া রিজার্ভের অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল ফিলিপাইনে রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন