শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির ত্রাণ বিতরণের অনুমতি দেয়নি পুলিশ, আটকে দিয়েছে ২২টি ট্রাক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৭ পিএম | আপডেট : ৩:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

কক্সবাজারে পুলিশি বাধায় আটকে পড়েছে রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক।

উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে মঙ্গলবার স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রী ভরে বিএনপি নেতকর্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় জেলা প্রশাসকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বাইরে রয়েছেন।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না।

এদিকে ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Ferdous Rayhan ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৪৬ পিএম says : 0
একটি অনির্বাচিত সরকার আর কি বা করতে পারে ।
Total Reply(0)
ABU ABDULLAH ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৭:২৯ পিএম says : 0
আওয়ামী সরকার চায় এই ত্রান আওয়ামী বেনারে দেওয়া হউক জনগণ বুজুক আওয়ামীলীগ এ ত্রান দাতা
Total Reply(0)
M.H.K.RIHAN ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৭:৪৮ পিএম says : 0
আল্লার রহমত ছাড়া কোন উপাই নৈই ভাই এবং ধর্য্যধরন------ইনশাল্লাহ
Total Reply(0)
কাওছার ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৯:২২ পিএম says : 0
আওয়ামিলীগের মাছ ভাজার তৈল শেষ তাই তারা মাছের তৈল দিয়ে মাছ ভাজতে চায়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন