সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পারটেক্স স্টার গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স কেবলস্ লিমিটেডের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেড (বিশ্বখ্যাত ম্যাককান ওয়ার্ল্ড গ্রæপের সঙ্গে অ্যাফিলিয়েটেড) একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় ইউনিট্রেন্ড লিমিটেড, পারটেক্স স্টার গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স কেবলস্ লিমিটেডের কমিউনিকেশন পার্টনার এবং মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবে।
পারটেক্স স্টার গ্রæপের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ব-স্ব কোম্পানির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পারটেক্স স্টার গ্রæপের (সিএক্স-১) চিফ এক্সিকিউটিভ অফিসার শৈবাল ঘোষ এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুলফিকার আহম্মেদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পারটেক্স কেবলস্রে চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. আহসানুল হক, পারটেক্স স্টার গ্রæপের (সিএক্স-১) চিফ ফিন্যান্স অফিসার পেয়ার আহমেদ, পারটেক্স কেবলস্রে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-প্রোজেক্ট ইঞ্জি. শরিফুজ্জামান চৌধুরী, পারটেক্স স্টার গ্রæপের (সিএক্স-১) ডেপুটি জেনারেল ম্যানেজার-মার্কেটিং তারেক আজিজ ও পারটেক্স কেবলস্রে ডেপুটি ম্যানেজার-ব্র্যান্ড খন্দকার আশিকুল হাসান এবং ইউনিট্রেন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর অংশুমান চ্যাটার্জি ও ব্র্যান্ড ডিরেক্টর এ.কে.এম. আশরাফুল আলম। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন