মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আজ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কনজুমার্স ইন্টারন্যাশনালের (সিআই) উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা এ দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’। দিবসটির সূচনা হবে প্রত্যুষে রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমন্ডি লেক এলাকায় প্যাম্পলেট ও লিফলেট বিতরণের মাধ্যমে। বিকেল ৩টায় টিসিবি অডিটরিয়ামে উক্ত প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাজার ও দর্শনীয় স্থানে পোস্টার সন্নিবেশ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন