বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সে’র বিভিন্ন ফিরতি হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইট যোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত প্রায় ৩৫ হাজার হাজী দেশে ফিরেছেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত সকল হাজীগণ দেশে ফিরবেন। চলতি হজ মৌসুমে সর্বমোট ১শ’ ৭জন বাংলাদেশী হাজী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৮৬জন এবং মহিলা হাজী ২১জন। এদের মধ্যে বুধবার পবিত্র মক্কায় পাবনার হাজী মো: আবুল হাসেম (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে, বুধবার মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনে সউদী মোয়াছ্ছাছার আইটি প্রধান ও বাংলাদেশ বিষয়ক প্রধান সমন্বয়কারী ওমর সিরাজ আকবর কাউন্সিলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমানের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে হজ চলাকালে বাংলাদেশী হাজীদের নানা দুর্ভোগের চিত্র মোয়াচ্ছাছার আইটি প্রধানের কাছে তুলে ধরা হয়। আগামীতে যাতে বাংলাদেশী হাজীগণ কোনো দুর্ভোগের শিকার না হন এ জন্য আগেভাবেই কার্যকরী উদ্যোগ নেয়ার জোর দাবী জানানো হয়। উল্লেখ্য, মিনায় যাওয়ার সময়ে হাজার হাজার বাংলাদেশী হাজী সময়মতো গাড়ী পায়নি। আরাফাতেও বাংলাদেশী হাজীদের প্রয়োজনীয় গাড়ী দেয়া হয়নি। এতে বাংলাদেশী হাজীগণ চরম দুর্ভোগের শিকার হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন