কক্সবাজারের টেকনাফ উপকূলে আজ শুক্রবার আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভেসে আসা শিশুর লাশ সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, গতকাল বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলের কাছে সাগরে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। পরে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। ওই নৌকাডুবির ঘটনায় আরও অনেকে নিখোঁজ থাকেন। পরে আজ সকালে এক রোহিঙ্গা শিশুর লাশ ভেসে উঠে।
গতকালের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। তার নাম শাকের (৩০)। তিনি শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আলী হোসেনের ছেলে। শাকের একটি নৌকার মাঝির সহকারী ছিলেন।
এদিকে গত ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৩টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশু ৫৮, নারী ৩০ ও পুরুষ ২৩ জন।
মন্তব্য করুন