শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৬ সচিব পদে রদবদল

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জনপ্রশাসনে ৬ সচিব পদে রদবদল করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করা হয়েছে। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব পরিবর্তন করে নতুন সচিব দেয়া হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত করা হয়েছে। গতকাল (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে বিমান সচিব খোরশেদ আলম চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। আর পরিকল্পনা কমিশনের সদস্য এসএম গোলাম ফারুককে বিমান সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ড. প্রশান্ত কুমার রায়কে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অপর আদেশে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন