বিশেষ সংবাদদাতা : জনপ্রশাসনে ৬ সচিব পদে রদবদল করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করা হয়েছে। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব পরিবর্তন করে নতুন সচিব দেয়া হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত করা হয়েছে। গতকাল (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে বিমান সচিব খোরশেদ আলম চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। আর পরিকল্পনা কমিশনের সদস্য এসএম গোলাম ফারুককে বিমান সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ড. প্রশান্ত কুমার রায়কে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অপর আদেশে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন