শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধানমন্ডি লেকে কিশোরের লাশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর ধানমন্ডির লেক থেকে রাতুল নামের এক ১৪ বছরের কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের পাশের লেক থেকে রাতুলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। মৃত রাতুলের পরিবারের বরাত দিয়ে এসআই মফিজুল ইসলাম বলেন, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রাতুল ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। সে প্রায় সময়ে তার বন্ধুদের সঙ্গে ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিত এবং মাদক ড্যান্ডি সেবন করত। ওইদিন দুপুর দুইটার সময়ে তার বন্ধুদের সঙ্গে সে ড্যান্ডি সেবন করে। পরে কিছু লোক দেখে ফেলায় সে ভয়ে লেকে নেমে তলিয়ে যায়। কিন্তু ওই সময়ে তার বন্ধুরা মনে করেছিল রাতুল হয়ত লেকের অপর পার থেকে উঠে গেছে। রাতুল তার পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থাকত। তার বাবার নাম মোহাম্মদ শামীম, পেশায় একজন রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন