শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

মুসলিম লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নওয়াজ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়া বিলের কল্যাণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মুসলিম লীগের প্রধান হিসেবে আবার দায়িত্ব নিতে যাচ্ছেন। বিলটি সিনেটে পাস হয়েছে মাত্র একটি ভোটের ব্যবধানে। পাকিস্তান সংবিধানের ২০৩ নম্বর অনুচ্ছেদ গত শুক্রবার সংশোধন করার মাধ্যমে নির্বাচনী সংস্কার বিল ২০১৭ পাস হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন সিনেটর আর বিপক্ষে পড়েছে ৩৭টি ভোট। মজার বিষয় হচ্ছে- এ বিল তোলার পারমর্শ দিয়েছিলেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সিনেটর আইতাজ আহসান। সংশোধনের আগে ২০৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল- জাতীয় পরিষদের সদস্য ছাড়া কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। এর আগে, গত মাসে পাক সংসদের নিম্নকক্ষ বিলটিকে অনুমোদন দিয়েছিল। নতুন বিলে বলা হয়েছে- শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারী বাদে দেশের যেকোনো নাগরিকেরই রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার রয়েছে। গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপার্স মামলায় নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ওই রায়ের ফলে নওয়াজ শরীফ তার দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতাও হারান। ডন, জিওনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ferdoush Sarker ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৯ এএম says : 0
Congratulations to you sir
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন