সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে জিআইএস এবং এনভায়রনমেন্টাল দুটি ল্যাব উদ্বোধন করা হয়। ল্যাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য এবং বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. কে মউদুদ ইলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের উপদেষ্টা এসএম ইকরামুল হক, রেজিষ্ট্রার এমএ মতিনসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ। বক্তাগণ বলেন, বিভাগীয় শিক্ষা কার্যক্রম আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্টামফোর্ড যুগোপযোগী ল্যাবরেটরি স্থাপন করে যাচ্ছে এটি তারই একটি প্রয়াস। শিক্ষা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে টএঈ-ঐঊছঅচ-এর অনুদানের পাশাপাশি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এই ল্যাব স্থাপন সম্ভব হয়েছে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন