স্টাফ রিপোর্টার : প্রায় দুই মাস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা সিমলা। সম্প্রতি তিনি ঢাকায় ফেরেন। কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন। অবশেষে দেশে ফিরে জানালেন, চাকরি বা থাকার জন্য নয়, আমেরিকায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। সিমলা বলেন, অনেকদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছিলাম। তাই আমেরিকা গিয়েছিলাম ঘাড়ের চিকিৎসা করার জন্য। চিকিৎসার কথা বললেও আমেরিকার কোথায়, কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার কিছুই জানাননি তিনি। এদিকে বেশ কয়েক মাস ধরে একাধিক সিনেমার শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরিচালকদের দাবি, বারবার শিডিউল দিয়েও সিমলা শুটিংয়ে অংশ নিচ্ছেন না। শিডিউল ফাঁসিয়ে আমেরিকায় ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন