ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বিভিন্ন স্থানে মহররমের শোক মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় মিছিলকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, ছররা গুলি ও কাঁদানে গ্যসের সেল ফাটায়। গত শুক্রবার বাটমালু এলাকা থেকে লালচকের দিকে মহররমের মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ব্যর্থ করে দেয়। একইভাবে জাহাঙ্গীর চক, আবি গুজার এলাকা থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ প্রেস কলোনির কাছে তা থামিয়ে দেয়। এ সময় বেশ কিছু মিছিলকারীকে পুলিশ গ্রেপ্তার করে। ডালগেট এলাকায় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। এসময় প্রতিবাদকারীরা পাথর ছুঁড়লে রামমুন্সী বাগ থানার কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এদিন উত্তর কাশ্মীরের সোপোর শহরে পুরনো জামিয়া মসজিদ চত্বরে জুমা নামাজ শেষে প্রতিবাদী জনতা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন। তারা ‘আজাদি’র দাবিতে শ্লোগান দেয়াসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় নিরাপত্তা বাহিনী। শ্রীনগরের নৌহাট্টা এলাকাতেও জুমা নামাজ শেষে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পেলেট গানের ছররা গুলি ও রবার বুলেটের আঘাতে মুদাসসির বেগ নামে এক তরুণ গুরুতরভাবে আহত হয়েছেন। নৌসেরা এলাকার বাসিন্দা ওই তরুণকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন