ইনকিলাব ডেস্ক : এখন থেকে সউদী নারীরাও ফতোয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শূরা কাউন্সিল। নারীদের ফতোয়া জারির ব্যাপারটি শূরা কাউন্সিলে বিপুল ভোটে পাস হয়। এর মাত্র, দু’দিন আগেই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও তুলে নেয় সউদী আরব। বিশ্লেষকরা সউদী আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নানা ধরনের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন। শূরা কাউন্সিলে নারীদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শূরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সউদী বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে মহিলা মুফতির পদ তৈরি করতে হবে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন