সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধর্মীয় অনুভ‚তিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


টাঙ্গাইলের গোপালপুরে মসজিদ নিয়ে কটুক্তি করায় বিলাস পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার এসআই জামিলের নেতৃত্বে পুলিশের একটি দল ময়মনসিংহ থানা পুলিশের সহযোগিতায় সদর এলাকা থেকে বিলাস পালকে গ্রেফতার করে।
গত ১ অক্টোবর বিকেলে পৌর এলাকার পাল পাড়া পূজা মন্ডপের প্রতিমা বৈরাণ নদীতে বিসর্জনের পূর্বে এক শোভাযাত্রা বের করে হিন্দু ধর্মাবলম্বীরা। শোভাযাত্রাটি কোনাবাড়ি মসজিদ অতিক্রম করার সময় আছরের আযানের সময় হওয়ায় স্থানীয় মুসুল্লিরা শোভাযাত্রায় মাইক ও ঢোল না বাজানোর অনুরোধ করেন। এ সময় পৌর এলাকা পালপাড়ার বিমল পালের ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিলাস পাল ঢোল বন্ধ না করে শোভাযাত্রার সাথে থাকা মাইকে সব মসজিদ উঠাইয়া দাও, মসজিদ কিসের, সব মন্দির থাকবে বলে ঘোষণা দেন। এসময় স্থানীয় কয়েক যুবক তার এই ঘোষণা মোবাইলে ভিডিও ধারণ করেন।
পরে গত ২ অক্টোবর গুলজার আহমেদ নামে এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে স্থানীয় মুসুল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গত মঙ্গলবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে গোপালপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ইমাম সমিতির মুসুল্লিরা। ঘটনাটি এলাকায় ব্যপক উত্তেজনার সৃষ্টি করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন