স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খুনি তারেক রহমান লন্ডনে মা খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র করছেন যেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। তাদের সে আশায় গুড়ে বালি। কারণ বাংলাদেশের মাটিতে তাদের পরিকল্পনা কখনই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভী বাজার এবং পরবর্তীতে কুড়িগ্রাম, দিনাজপুর, নিলফামারীসহ সমগ্র উত্তর অঞ্চলের ফসল বিনষ্ট হয়েছিল। দেশে এত বড় প্রাকৃতিক দুর্যোগে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এত বড় দুর্যোগের পরও মায়নরমারের জাতিগত সহিসংতায় আক্রান্ত মানুষের কথা চিন্তা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসির প্রশংসা কুড়িছেন।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সুচনা কমিউনিটি সেন্টার ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনা করেন।
প্রতিনিধি সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসী কাজে বিএনপি জামায়াত রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রস্তাবের বিরোধীতা করছে। কুটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শেখ হাসিনার পাঁচ দফা বিশ্ব বিবেক সাড়া দিয়েছে। অন্যদিকে বেগম খালেদা জিয়া লন্ডনে ষড়যন্ত্রের জাল বুনছেন।
এতে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর শাখার সহসভাপতি জাফর ইকবাল, সাবুল বাশার, এমএ রহমান জাহান, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, খায়রুল উদ্দিন আহম্মেদ, শাহাদাত হোসেন সেলিম, ক্রীড়া সম্পাদক সেলিম মৃধা প্রমূখ।
###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন