অবশেষে সব শঙ্কা কাটিয়ে চূড়ান্ত হলো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু ও পোখরায় বসছে এসএ গেমসের ১৩তম আসর। শুক্রবার থাইল্যান্ডে দক্ষিন এশিয়ান অলিম্পিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন এশিয়ান অলিম্পিক কমিটির (ওসিএ) সভার আগে বসে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির সভা। নেপাল অলিম্পিক কমিটির সভাপতি জীবন রাম শ্রেষ্ঠার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
২০১৬ সালে ভারতের গৌহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত হয়েছিল ১২তম এসএ গেমস। গেল বছর নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেমসের ১৩তম আসর। পরবর্তীতে এবছরের মার্চ এবং সেপ্টেম্বরে দু’দফা সময় দিয়েও কথা রাখতে পারেনি নেপাল। তাই এবার থাইল্যান্ডে ওসিএ’র সভায় বসেন দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির কর্তারা। আসন্ন এসএ গেমসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তানের ক্রীড়াবিদরা ২৭টি ডিসিপ্লিনে খেলবে।
মন্তব্য করুন