শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ বিজয়

রাজশাহী বার নির্বাচন

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত নাজমুস সাদাত-আফতাবুর রহমান পরিষদ নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ভোট গণনা শেষে বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদে এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন সভাপতি আলহাজ নাজমুস সাদাত, সাধারণ সম্পাদক আফতাবুর রহমান, সহ সভাপতি এ কে এম মিজানুর রহমান, মাহাবুবুল ইসলাম, আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর এ কামরুজ্জামান ইরান, শামসুল হক, হিসাব সম্পাদক মুন্সী আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক ইমতিয়ার মাশরুর (আল আমিন), সম্পাদক অডিট আদীব ইমাম ডলিম, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার রজব আলী।
সদস্যরা হলেন মমতাজ উদ্দিন আহম্মেদ বাবু, তানভীর আহম্মদ-১ মিথুন, আদিলুজ্জামান, মোজাম্মেল হক (৪), জালাল উদ্দিন, এনামুল হক এম, সিফাত জেরিন তুলি ও এস এম জ্যোতিউল ইসলাম সাফী/এম মাহবুব জুবেরি রাজু। এস এম জ্যোতিউল ইসলাম সাফী ও এম মাহবুব জুবেরি রাজু সমান সংখ্যক ভোট পাওয়ায় ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।
এদিকে, রাসেদ-হৃদয় প্যানেল থেকে সদস্য পদে একমাত্র জয়লাভ করেছেন নাসিরা বানু রিতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন