রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

অস্টিওনেক্রোসিস

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এ রোগে হাড়ের কিছু অংশ নষ্ট হয়ে যায়। হাড়ে রক্ত চলাচলে সমস্যা হলে এমন হয়। সাধারণত বাহুর ফিমারের মাথা, হিউমেরাসের মাথা এবং ফিমারের কন্ডাইলে অস্টিওনেক্রোসিস হয়। হিউমেরাস বাহুর হাড় আর ফিমার হচ্ছে উরুর হাড়।
অস্টিওনেক্রোসিস এর বিভিন্ন কারণ আছে। যেমন-
১। এলকোহল।
২। বিভিন্ন ওষুধ যেমন স্টেরয়েড ও বিসফসফোনেট।
৩। আঘাত।
৪। বিভিন্ন ক্যান্সার।
৫। ঝখঊ বা সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস।
৬। এইডস।
৭। গাউট বা বাত।
৮। রক্তের বিভিন্ন অসুখ ইত্যাদি
অস্টিওনেক্রোসিসে বিভিন্ন উপসর্গ থাকে। ব্যথা হয়। অসুখ যত বাড়েতে থাকে ব্যথা তত বেশী হয়। একসময় যখন হাড়ের কিছু অংশ নষ্ট হয়ে যায় তখন হাড় ভেঙ্গে পড়তে পারে। ফিমারে যদি অস্টিওনেক্রোসিস হয় তবে রোগী হাঁটতে পারে না।
শারীরিক পরীক্ষা ও ভালভাবে ইতিহাস নিলে অস্টিওনেক্রোসিস ডায়াগনসিস করা যায়। তবে নিশ্চিত হতে ল্যাব পরীক্ষা লাগে। সচরাচর যেসব পরীক্ষা করা হয় তার মধ্যে আছে-
১। ঢ-জধু ২। গজও ৩। ঈঞ ঝপধহ ৪। ইড়হব ঝপধহ
৫। বোন বায়প্সি ইত্যাদি
অস্টিওনেক্রোসিসের সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ দেয়া হয়। রোগী যাতে শুয়ে বসে না থাকে সে পরামর্শ দেয়া হয়। সময়ের সাথে অনেকের রোগটির উন্নতি হয়। তবে যদি সবসময় ব্যথা হয় এবং হাড় জোড়া নষ্ট হয়ে যায় তখন অপারেশন কওে জোড়া বদলাতে হয় ।

ষ ডা. ফজলুল কবীর পাভেল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন