সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রোহিঙ্গাদের মাঝে মুনিরীয়া যুব তাবলীগের ত্রাণ বিতরণ

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : চট্টগ্রামের রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের সাছে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করেছে। গতকাল (শনিবার) কক্সবাজারের উখিয়া বালুখালী-২ খেলার মাঠে মিয়ানমার থেকে আসা সহ¯্রাধিক রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে। এদিন কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তাবলীগ কমিটির পক্ষ থেকে সকাল থেকে ৮ সদস্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল শত শত রোহিঙ্গাদেরকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
এছাড়া এদিন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পক্ষ থেকে অসহায় রোহিঙ্গা পরিবারদের মাঝে মশারি, হাতপাখা ও জায়নামাজ বিতরণ করা হয়। পুরো কার্যক্রমের সমন্বয়ক ছিলেন সংগঠনের সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন