চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মামলা, হামলা, নির্যাতন করে বিএনপির অগ্রযাত্রা রুখা যাবেনা। গতকাল (শনিবার) নগরীর এনায়েত বাজার বাটালী রোডে কারামুক্ত ছাত্রদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আবুল হাশেম বক্কর বলেন, পৃথিবীর কোন অগণতান্ত্রিক সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী দল ও মতের বিরুদ্ধে দমন নিপীড়ন চালিয়ে টিকে থাকতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকারও টিকে থাকতে পারবেনা।
সংবর্ধিত নেতারা হলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-স্কুল বিষয়ক সম্পাদক ম. হামিদ, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, ৫নং মোহরা ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নগর ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রকাশনা সম্পাদক আবদুল হাই, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন