বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল (রোববার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতথ্য জানান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ম্যাডাম দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবারই তিনি নিজের কার্যালয়ে প্রথম অফিস করবেন। চিকিৎসার জন্য তিন মাস লন্ডনে কাটিয়ে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর এই প্রথম তিনি স্থায়ী কমিটির সঙ্গে বসতে যাচ্ছেন। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে গতকাল রাতে বৈঠকের পর স্থায়ী কমিটির এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন