শেরপুরে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুর রাজ্জাক (২৫) নামে কোরআনে হাফেজ এক যুবকের ৩০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড হয়েছে। সে ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মো. জোনাব আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে আসামীর উপস্থিতিতে শেরপুরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেন। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করেছন। তিনি মামলার উদ্ধৃতি দিয়ে বলেন, মালিঝিকান্দা আয়েশা সিদ্দিকা কওমী মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দন্ডিত আব্দুর রাজ্জাক ২০১৬ সালের ১১ মে স্থানীয় কোয়ারী রোড এলাকা থেকে অপহরণ করে। পরে বিভিন্নস্থানে রেখে বেশ কয়েকদিন তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় মেয়েটির বাবা ২জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় মামলা করলে পুলিশ ঘটনার এক সপ্তাহ পর ধর্ষক রাজ্জাকসহ মেয়েটিকে উদ্ধার করে। এসময় মেয়েটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারায় জবানবন্দি দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন