ইনকিলাব ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে ছাত্রদল-যুবদল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করে।আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট :
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে পুলিশের কঠোর নজরদারীতে বিচ্ছিন্ন ভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতা-কর্মীরা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে এ বিক্ষোভ মিছিল করে তারা।
জানা যায়, নগরীর সানকিপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুলের অনুসারীরা। এতে উপস্থিত ছিল ছাত্রদল নেতা বাবু, রাজু, আলম, সালাউদ্দিন, সুরুজ, রাসেল প্রমুখ। একই সময়ে নগরীর আঠারবাড়ী বিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল। এ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন জনি, জেলা ছাত্রদল নেতা এজিএস রানা, জিএস মাহাবুব, রানা গুপ্ত, বাপ্পী মজুমদার, রাশেদ, সাদ্দাম, মহানগর ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ রবিন, শামীম সরকার, নজরুল, গোবিন্দ, কাদির প্রমূখ। এ সময় পুলিশী উপস্থিতিতে দ্রæত চম্পট দেয় ছাত্রদল নেতা-কর্মীরা। এর আগে একই ইস্যুতে নগরীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল নেতা রানা ও রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উত্তর জেলা যুবদল: অপরদিকে গৌরীপুরে উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক শামছুল হক শামছুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, ছাত্রনেতা নুরুজ্জামান সোহেল, এমএ বাশার ঝুলন, যুবদল নেতা লিংকন, মিল্টন, সবুজ, আলীম মেম্বার, সোহেল মেম্বার প্রমুখ।
ল²ীপুর জেলা সংবাদদাতা জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ল²ীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে চকবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মোহাম্মদ আলী সড়কের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, হাসান মাহমুদ ইব্রাহিম, দফতর সম্পাদক আবদুর রহিম রাজন, ল²ীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদ ও সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন প্রমুখ
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি, সিঃ যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ প্রমূখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সমবেত হতে থাকে। পরে সেখান থেকে একটি মিছিল বের করতে চাইলে পথিমধ্যে বাধাদেয় পুলিশ। বাধার সম্মুখিন হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক শাহীন,জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারন সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমূখ। এছাড়াও স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, যুবদলসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন