কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির বিরুদ্ধে বিক্ষাভ সমাবেশে করেছে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে বরিশুর বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ বক্তব্য রাখেন মডেল থানা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি মনির হোসেন মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ খোকন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, মডেল থানা মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে অবৈধভাবে আদালতের উপর প্রভার বিস্তার করছে। সরকারের প্রভাবে মিথ্যা মামলায় আদালত কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। হয়রানীমূলক এ রাজনৈতিক মামলা তারা প্রত্যাহারের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন