শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১১:৫৫ এএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি তারাকান্দা উপজেলার বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক পত্রে বুধবার আবুল বাসার আকন্দকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় আমরা বিষয়টি জেনেছি।
বরখাস্ত হওয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ সাময়িক বরখাস্তের কথা স্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে হাইকোর্টে রিট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন