চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব নুরুল আলম চৌধুরী বলেছেন, আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী বেবী আমৃত্য মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শফিকুল ইসলাম রাজনীতির পাশাপাশি সফল পৌর মেয়র হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। তিনি আরো বলেন শফিকুল ইসলাম ত্যাগের জন্য আওয়ামী লীগ করেছেন। দল থেকে তিনি কখনো ভোগ করেননি। গতকাল শুক্রবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন খানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল,আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, দিলওয়ারা ইউছুফ, অধ্যক্ষ আবদু রশীদ,অধ্যক্ষ কপিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন