বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা (বিএনপি) এখনো সরকারকে আমাদের গণজোয়ার দেখাইনি। দেখালে সরকার বিলীন হয়ে যাবে। আমরা দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে শিগগির মাঠে নামবো। সরকার নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেয়া হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুশীল ফোরাম নামে একটি সংগঠন ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ও বাংলাদেশের বর্তমান অবস্থান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মাহবুব বলেন, দীর্ঘ ১০ বছর ধরে অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। এজন্য আমাদেরকে বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ৫ জানুয়ারি দেখেছি, কিন্তু তখনই শেষ। আর সেই ৫ জানুয়ারি দেখতে চাই না।’ বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নীলনকশা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১০ বছর ধরে অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা আর কখনোই চাই না দেশে আবারো ৫ জানুয়ারির মতো নির্বাচন হোক। এর ব্যতয় ঘটলে সরকারের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই আইনজীবী নেতা আরো বলেন, জনগণ এখন নিরপেক্ষ সরকার চায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে সে নির্বাচন বাতিল করতে পারবে। সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ বলেন, আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সারাদেশে ২০টি আসনও পাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন