শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সৈয়দপুরে গো-খাদ্যের দাম দ্বিগুণ

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারীর সৈয়দপুরে গোখাদ্য খড়ের দাম বেড়েছে দ্বিগুন। সা¤প্রতিক বন্যার পর গোখাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও গরু লালন-পালনকারীরা। গোখাদ্যের মূল্যবৃদ্ধি ও খড়ের আকাশছোঁয়া দাম ভাবনায় ফেলেছে তাদের। এবারের ভয়াবহ বন্যায় ঘাস মরে গেছে, কোথাও পচে গেছে। বিকল্প খাদ্য হিসাবে বাজারে প্রচলিত খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। চোকর, ভুষি, খৈল, চালের খুদ, চানার খোসা প্রভৃতির দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় কুলাতে পারছেন না তারা। অনেকে পশু খাদ্য কিনতে না পেরে গরু হাটে বিক্রি করে দিচ্ছেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের কৃষক তৌহিদুল ইসলাম জানান, বন্যায় আশেপাশের জমিতে দীর্ঘ দিন পানি জমে থাকায় ঘাস মরে গেছে। ফলে গরুর ঘাস পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত টাকা দিয়েও গোখাদ্য খড় কেনা সম্ভব হচ্ছে না। তাই বাড়িতে লালন-পালন করা দুটি গরু বিক্রি করে দেয়ার জন্য ঢেলাপীর হাটে এনেছেন। ঢেলাপীর হাট ঘুরে দেখা গেছে, প্রতিমণ ৪০০ টাকা হিসাবে খড়ের ভাগা দেয়া হয়েছে। আর এক ট্রলি খড় বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। ১ পোন অর্থাৎ (৮০ টি আটি) বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। যা গত বছরের তুলনায় দ্বিগুন। খড় বিক্রেতা রহিমুদ্দিন জানান, দ্বিগুণ দাম দিয়েও খড় পাওয়া যাচ্ছে না। কারণ এবারের ভয়াবহ বন্যায় খড় ও কাড়ি প্রায় পচে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন