কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজে ছাত্রী উত্যক্তের জের ধরে দু’দল ছাত্রের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুল যাওয়া আসার পথে উত্যক্ত করত একাদশ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান। এ ঘটনা পরিবারকে জানালে গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা একাদশ শ্রেণীর অপর ছাত্র রাকিবসহ কয়েকজনকে নিয়ে কলেজে এসে মিজানুরকে শাসায়। এতে মিজানুর ভুল স্বীকার করলে বিষয়টি নিষ্পত্তি হয়। ওই ঘটনার জের ধরে শনিবার মিজানুরের বড়ভাই জাইদুল কলেজ মাঠে রাকিবকে মারপিট করে। পরে রাকিব গ্রুপের ছাত্র ও বহিরাগতরা সংগঠিত হয়ে জাইদুলকে আক্রমন করলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান (১৭) তার ভাই জাইদুল (২২) পিতা হারুন মিয়া (৫০) এবং রাকিব গ্রুপের রাকিব (১৭) মোতালেব (১৭) বিদ্যুত (১৮) সুমন (১৭) আহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের মধ্যে জাইদুল, মিজানুর ও হারুন মিয়াকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খাতুন জানান, কলেজ মাঠে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন