নেত্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল বিকালে মালনী আম গাছ তলায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুখলেছুর রহমান খসরু, সহ প্রচার সম্পাদক এডভোকেট এম এ রফিক বাবুল, যুব বিষয়ক সম্পাদক মো. কামরুল হক, আমতলা ইউপি চেয়ারম্যান মো. শফিউল্লাহ শফি, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, বিএনপি নেতা খলিলুর রহমান, যুবনেতা ফারুক তালুকদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ার, হামলা মামলা অত্যাচার নির্যাতন উপেক্ষা করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সহায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে চলমান আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন