খুলনা ব্যুরো : খুলনায় তানভীর হোসেন রকি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়াস্থ হাবিব লাইলী একাডেমীর পার্শ্ববর্তী বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী।
নিহত রকি খুলনার আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে রূপসার বেলফুলিয়া পুরাতন বিদ্যুৎ অফিস এলাকায় বসবাস করতো। সে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলেও একটি সূত্র জানিয়েছে।
খুলনা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, প্রতিপক্ষ সন্ত্রাসীরা তানভীর হোসেন রকিকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা থানায় হত্যাচেষ্টা, তিনটি ডাকাতি ও ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে। সে নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সেকেন্ড ইন কমান্ড। নিহত রকির ভাই রনিও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। গত মাসে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তবে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপর একটি সূত্রে জানা গেছে, নিহত রকি রূপসা উপজেলার বেলফুলিয়া পুরাতন পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করতো। গত শুক্রবার সে মোংলা থেকে খুলনায় আসে। লবণচরা এলাকা থেকে সে টুটপাড়ায় আসার পর পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ গ্রæপ তাকে ধাওয়া করে পশ্চিম টুটপাড়াস্থ হাবিব লাইলী একাডেমীর পার্শ্ববর্তী বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন