শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপিই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:৪৯ পিএম | আপডেট : ৩:০৩ পিএম, ২৯ অক্টোবর, ২০১৭

বিএনপি নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই একটা বড় সংবাদ হওয়ার জন্য তাদের এ রকম একটি ঘটনার দরকার ছিল। তাই তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে। আওয়ামী লীগ সেক্রেটারি বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শোডাউন করতে গেছেন।

শনিবার সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দফায় দফায় হামলা হয়। দলটির অভিযোগ- ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।
এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ ছাড়া অর্ধশত গাড়িও ভাঙচুর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nur- Muhammad ২৯ অক্টোবর, ২০১৭, ১:৫৮ পিএম says : 0
মাননীয় মন্রী, জনগণ কি হামলার দৃশ্য ভুল দেখল। অবশ্য ই না। আপনারা কেন জনগণের কাছে সত্য প্রকাশ করতে ভয় পাচ্ছেন। সত্য স্বীকার করুন। দুষ্টদের আইনের আওতায় এনে বিচার করুন। রাজনীতিতে সুষ্ট পরিবেশ আনুন। ধন্যবাদ।
Total Reply(0)
S. Anwar ২৯ অক্টোবর, ২০১৭, ২:০৫ পিএম says : 0
এগুলো কি একজন নেতার সংলাপ নাকি কোন পাগলের প্রলাপ তাওতো বুঝতে পারছি না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন