কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নে যাত্রীবাহী বাস চাপায় মো. মামুন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার সকালে বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাই’রটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাইলার বাড়ির সিরাজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মামুন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বসুরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাই’র টেক এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করে যাবার সময় তার মোটর সাইকেল’টি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হয়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন