সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রংপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু

রংপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 রংপুরে ডিবি পুলিশের হেফাজতে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ দাবিকৃত ১ লাখ টাকা না দেয়ায় তাকে নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে। তবে ডিবি পুলিশ দাবি করেছে হিরোইন সেবনের কারনেই তার মৃত্যু হয়েছে।
নিহত রাসেলের ছোট বোন সোহানা বলেন, শনিবার রাত ১০টায় রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি বাজার থেকে তার ভাই রাসেলকে গ্রেফতার করে এসআই শফির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। রাত ১টার দিকে শফি নামের ডিবি পুলিশ মোবাইল ফোনে তাদের কাছে ১ লাখ টাকা দাবি করে। তারা টাকা দিতে না পারায় রাসেলকে ব্যপক নির্যাতন করতে থাকে। এতে সে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৯নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে সে মারা যায়। তিনি অভিযোগ করে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাই কোন নেশা করতো না। সে পাটের ব্যবসার সাথে জড়িত। তার দুটি সন্তান আছে। আমি নির্যাতনকারী পুলিশের উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে রংপুর ডিবির ওসি নর্থ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাসেল হিরোইনসেবী ছিলো। অতিরিক্ত হিরোইন সেবনের কারনে হিরোইন পয়জোনিংয় হয়েই তার মৃত্যু হয়েছে। তাকে কোন নির্যাতন করা হয়নি। নিহত রাসেল হলদিবাড়ি এলাকার চালক নুর আলমের পুত্র। রাহি (৫) এবং রাফি (১৭ মাস) নামের দুটি সন্তান আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন