বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনও প্রত্যাহার

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাগেরহাটের চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল (শুক্রবার) তাকে সরিয়ে উপযুক্ত একজন কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগেই এ উপজেলার সবকটি (সাতটি) ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ইসির উপসচিব সামশুল আলমের বরাত দিয়ে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ইউএনও ফরিদ হোসেনের বিরুদ্ধে ওই নির্বাচনী এলাকায় পক্ষপাতিত্ব, অবৈধ নির্দেশ দেয়া, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। তার কারণে উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল হাসানকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও বলেন, তাকে সরিয়ে উপযুক্ত একজন কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া এসব অভিযোগ তদন্তের জন্য ইসি একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন