আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ বগুড়ার আদমদীঘিতে মুসা আকন্দ (২৬) নামের এক ব্যক্তির বিষপানে রহস্যজনক মৃত্যু হয়েছে। সে সেচ্ছায় বিষপান করেছে নাকি কৌশলে তাকে বিষ খাওয়ানো হয়েছে। এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে। মুসা আকন্দ আদমদীঘির দিঘড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুসা আকন্দ প্রায় ৫ বছর পূর্বে সান্দিড়া গ্রামের রাখি আক্তারকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ চলায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিছুদিন পর তারা পুনরায় বিয়েতে আবদ্ধ হয়। সম্প্রতি নিঃসন্তান স্ত্রী রাখি বেগম কৌশলে তার স্বামী মুসা আকন্দের নিকট থেকে বাড়িসহ জমিজমা লিখে নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন