শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। বুধবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে এ আয়কর মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জি.এম.আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, এফবিসিসিআই’র তিন বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে এ কর অঞ্চলে ইটিআইএন-ভুক্ত করদাতার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪১৫ জন। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৬৪ হাজার ৯০০ জন। ২০১৭-১৮ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭০ কোটি টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন