বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনার পর এবার বাড্ডার একটি বাসায় বাবা-মেয়েকে ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান মসজিদের উত্তর পাশের তৃতীয় তলা একটি বাসার ছাদে নির্মিত কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জামিল (৩৬) ও মেয়ে নুসরাত (৯)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, উত্তর বাড্ডার ময়নারবাগে একটি বাসার ছাদের রুম থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বাবা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আর মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন