শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেবিদ্বারে আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনার মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেবিদ্বার উপজেলার ইটাখলায় সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির ২৮ নেতা-কর্মী জামিন লাভ করেছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৪নং বিচারিক হাকিম বিপ্লব দেবনাথ এর আদালতে হাজির হয়ে নেতা-কর্মীরা এ জামিন লাভ করে। এ সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাগত জানাতে আসা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে উপজেলার ইটাখলা নামক স্থানে যুবলীগ ও সে¦চ্চাসেবক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মেম্বার বাদী হয়ে সোমবার গভীর রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রবিউল আউয়াল সাইফুলসহ ৩৩ জন আসামীর নাম উল্লেখ্য পূর্বক আরো ৭০/৮০ জন নেতা-কর্মীকে অজ্ঞাত আসামী করে ১১৩ জনের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করে। ওই মামলায় বুধবার দুপুরে কুমিল্লার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারিক হাকিম বিপ্লব দেবনাথ এর আদালতে বিএনপির ২৭ জন নেতা-কর্মী হাজির হয়ে এবং একজন হাজতে থাকা আসামীর জামিন চাইলে তিনি জামিন মঞ্জুর করেন। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড. খন্দকার মিজানুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন