ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী চট্টলা ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়েছে। আজ শনিবার বেলা ১ টা ২৩ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ের উপর ইঞ্জিন বিকল হওয়ায় ফ্লাইওভারের নিচে ঢাকা-গাজীপুর সড়কটি বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা। এই ঘটনায় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ইঞ্জিনটি অপসারণের চেষ্টা করছেন। তারা জানান, আরও অন্তত ১ ঘণ্টা সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে। এদিকে ট্রেনের অনেক যাত্রী বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যেতে দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন