ফেনী জেলা সংবাদদাতা : আগামীকাল ফেনীর সোনাগাজীতে পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে উপজেলা বিএনপি।
আজ শনিবার ফেনী শহরের পাঁচগাছিয়া রোডস্থ চায়না টাউন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সোনাগাজী উপজেলা বিএনপির নেতারা বলেন, নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য সরকার দলীয়রা এলাকায় বহিরাগত সন্ত্রাসী এনে জড়ো করেছে। শুক্রবার রাত থেকে বহিরাগতরা উপজেলার বিভিন্ন নেতার বাড়ি ও কমিউনিটি সেন্টারে অবস্থান নিয়েছে। বিএনপি নেতারা প্রশাসনকে বহিরাগতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সামসুদ্দিন খোকন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, বর্তমান পৌর বিএনপির সভাপতি আবু মোবারক ভি.পি. দুলাল ও উপজেলা সাংগঠনিক সম্পাদক আমির হোসেন দোলন চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া অবিলম্বে বহিরাগত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন