স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ইস্টক খন্ডের আঘাত সহ্য করতে না পেরে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে জিলানী ৩৫ নামে এক যুবক। গতকাল রোববার বেলা ১১ টায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের শ্রীনগর উত্তরপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আহাম্মদ আলীর পুত্র জিলানী ও পার্শবতী জয়নাল গংদের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। বেলা ১১ টার সময় এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মান্নাফের পুত্র জয়না, রিনা, বৃষ্টি ও সাত্তার মিয়ার পুত্র শাহজাহান ও মেহের গংরা জিলানীদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় প্রতিপক্ষের নিক্ষিপ্ত একটি ইটের খন্ড হঠাৎ জিলানীর বুকে এসে লাগে। সাথে সাথেই জিলানী মাটিতে লুটিয়ে পড়ে এবং পরমুহূর্তেই তার দেহ থেকে প্রাণপাখী উড়ে যায়। এই অবস্থায় তাকে দ্রæত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন