মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

কোরআন শরীফে আল্লাহ জীবন ব্যবস্থার সবকিছু বলে দিয়েছেন-বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেছেন, ধর্মীয় কাজে ব্যস্ত থাকলে মনে মধ্যে কুপ্রবৃত্তি বিস্তারে সুযোগ ঘটে না। এজন্যই ইসলাম ধর্মে কুচিন্তায় নিষেধ দেওয়া হয়েছে। তাই সুচিন্তা করলে নিজেও ভালো থাকবেন, সমাজও ভালো থাকবে। আমরা এখন যেন হালাল-হারামের প্রার্থক্য ভুলে গেছি। আমরা মনে করি কোরান শরীফ শুধু হুজুরদের জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জীবন ব্যবস্থার সবকিছু বলে দিয়েছেন। তাই কোরআন সকলের। সকলেই এজন্য জবাবদিহিতা করতে হবে। গত শক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে আলহাজ বশির আলী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এলাকার বিশিষ্ট মুরব্বি মছরু মিয়ার সভাপতিত্বে মহফিলে প্রধান বক্তার হিসেবে নছিহত পেশ করেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আহসান চৌধুরী শাহান, বাংলাদেশের সহকারী এটার্নি জেনারেল ও আলহাজ বশির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যডভোকেট আব্দুর রকিব মন্টু। উক্ত মাহফিলে বিপ্লব নামে এক হিন্দু ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন। তাকে কালেমা পাঠ করান সাহেবজাদায়ে ফুলতলী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন