রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএসএমএমইউ’র ডা. কামরুল হাসান তরফদারের মাতার ইন্তেকাল, ভিসি’র শোক

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. কামরুল হাসান তরফদারের মাতা সৈয়দা সিরাজুননেছা গতকাল শুক্রবার সকাল ১১টায় কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। সৈয়দা সিরাজুননেছা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। তিনি এক শোক বিবৃতিতে সৈয়দা সিরাজুননেছা-এর রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমা সৈয়দা সিরাজুননেছা মৃত্যুকালে ছয় ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা গতকাল বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মরহুমা সৈয়দা সিরাজুননেছাকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুরারবন্দ দরগা শরীফে দাফন করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন