প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রধান বিচারপতির পদত্যাগের খবর প্রকাশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন কি-না? পদত্যাগপত্র পাঠাতে হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতোটুক জেনেছি, এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছেনি। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।
বিএনপির সমাবেশের কাদের বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা বাহিনী তা করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন